ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মুক্তামনির ফুসফুসে সংক্রমণ

প্রকাশিত : ১১:১৩ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

বিরল রোগ ‘হেমানজিওমায়’ আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির ফুসফুসে সংক্রমণ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মু্ক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন শনিবার গণমাধ্যমকে বলেন,“মুক্তামনির একটি লাংয়ে (ফুসফুস) ইনফেকশন হয়েছে। কাশি হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তার নিউমোনিয়া হয়েছে। তার কফ পরীক্ষা করতে দেওয়া হয়েছে। কালকে তার রেজাল্ট পাওয়া যাবে।”

গত ৮ অক্টোবর মুক্তামনির হাতে চতুর্থবার অস্ত্রোপচার হয়। এর আগে ৫ সেপ্টেম্বর তৃতীয়, ২৯ আগস্ট দ্বিতীয় এবং ১২ আগস্ট প্রথম অস্ত্রোপচার হয়েছিল তার।

তার বর্তমান অবস্থা প্রসঙ্গে সামন্তলাল সেন বলেন, ‘‘সে আইসিইউতে থাকবে। তাকে মনিটর করা হবে। অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার খোঁজ খবর নিচ্ছেন। কাল সকালে তার মেডিকেল রিপোর্ট দেখে আমরা ব্যবস্থা নেব।”

হাতে বিকট আকৃতির ফোলা নিয়ে গত ১১ জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি হয় মুক্তামনি। তার রোগটি ‘হাইপারকেরাটসিস’ বা স্কিন ক্যান্সার হতে পারে বলে প্রথমে ধারণা করেছিলেন চিকিৎসকরা।

কেআই/ডব্লিউএন