হ্যারিকেনে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল
একমঞ্চে ৫মার্কিন প্রেসিডেন্ট
প্রকাশিত : ১২:০২ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচ প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার টেক্সাসে এক মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন। তারা হলেন- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ এইচ এইচ বুশ এবং জিমি কার্টার। এ বছর হ্যারিকেনে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কনসার্ট আয়োজনের লক্ষ্যে একত্রিত হলেন তিন ডেমোক্রেট ও দুই রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট।
হ্যারিকেন হার্ভের কারণে সৃষ্ট ভূমিধসে গত আগস্টে টেক্সাসে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাঁচ প্রেসিডেন্ট মঞ্চে হাজির হওয়ার পর আসন গ্রহণ করার আগে জাতীয় সংগীত “প্রাউড টু বি এন আমেরিকান” পরিবেশন করেন লি গ্রিনউড ও লেডি গাগা।
এ মিলনমেলায় যোগদান করেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের (পাঁচ প্রেসিডেন্ট) এই উদ্বোগকে “ওয়ান্ডারফুল” বলে প্রশংসা করেছেন এবং "গভীর কৃতজ্ঞতা" জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
সূত্র : বিবিসি
/ এমআর / এআর