সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার
বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে। আগামীকাল রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। রোববার দুপুরে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সভায় যখাসময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তবে সভার আলোচ্যসূচি নিয়ে কোনো বক্তব্য দিতে চাননি তিনি।
গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন। এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকায় ফেরার পরদিন আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলায় জামিন নেন বিএনপি নেত্রী।
খালেদা জিয়া লন্ডনে থাকার সময় বিএনপির স্থায়ী কমিটির কোনো সভা হয়নি।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা হতে পারে।
আরকে//এআর