আশি লাখ প্রবাসী বছরে ১৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠালেও, মাত্র দুই লাখ বিদেশী নিয়ে যাচ্ছে ৫ বিলিয়ন
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার
প্রায় আশি লাখ প্রবাসী বছরে ১৫ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠালেও মাত্র দুই লাখ বিদেশী বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। দক্ষ মানব সম্পদের অভাবেই এমনটা ঘটছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এমন পরিস্থিতিতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে সরকার মনযোগী হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রস্তাবিত মানবসম্পদ উন্নয়ন তহবিল নিয়ে রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা।
অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। দক্ষ মানসম্পদের অভাবে বাংলাদেশ কিভাবে বৈদেশিক মুদ্রা হারাচ্ছে সেই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের গেল ছয় বাজেটে বেশি গুরুত্ব পেয়েছে অবকাঠামো। এখন সময় এসেছে মানবসম্পদ উন্নয়নের।
অন্য এক অনুষ্ঠানে, সরকারিখাত নিয়ে গোলটেবিল বৈঠকে, জবাবদিহিতা বাড়াতে দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্ব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
বেসরকারি প্রতিষ্ঠানেও হিসাবের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন মন্ত্রী।