ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

তনু হত্যাকান্ডের রেশ না কাটতেই কক্সবাজারে খুন আরেক কলেজ ছাত্রী

প্রকাশিত : ১১:৫২ এএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫২ এএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

তনু হত্যাকান্ডের রেশ না কাটতেই কক্সবাজারে খুন হলেন আরেক কলেজ ছাত্রী। তার নাম হাসিনা আক্তার। যৌতুকের টাকা না দেয়ায় এবং স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায়, তাকে খুন করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় মামলা করা হলেও, ধরাছোঁয়ার বাইরে আসামীরা। কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজের রিপোর্ট; জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। ctg murder1মাত্র এক মাস আগে বিয়ে হয় কক্সবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হাসিনা আক্তারের। কিন্তু, সংসার জোটেনি কপালে। বিয়ের এক মাসের মাথায় গেলো ২৯ মার্চ শ্বাসরোধ করে হত্যার পর গলায় উড়না পেঁচিয়ে টাঙ্গিয়ে রাখা হয় হাসিনাকে। এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন। আর হাসিনার স্বজনরা দাবি করেন, স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়া ও যৌতুকের টাকা দিতে না পারার কারনেই হত্যা করা হয় হাসিনাকে। এদিকে, হত্যার পর থেকেই পলাতক রয়েছে তার স্বামী ও শাশুর বাড়ির লোকজন। এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে বিচারের দাবি হাসিনার শিক্ষকদেরও। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হাসিনার হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনতে প্রতিদিনই কক্সবাজারে মানববন্ধন আর বিক্ষোভ করছে তার সহপাঠীসহ স্থানীয়রা।