চট্টগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
প্রকাশিত : ১১:৫৮ এএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫৮ এএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
চট্টগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরুর দিকে ক্রেতা খরা গেলেও এখন ক্রেতা দর্শকের ভীড় উপচে পড়ছে মেলার প্রতিটি স্টলে। বেচাকেনা ভাল হওয়ায় খুশি বিক্রেতারা। আশানুরূপ ক্রেতা সমাগম থাকায় সন্তুষ্ট আয়োজকরাও।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে নগরীর পলোগ্রাউন্ডে ১১ মার্চ শুরু হয় মাসব্যাপী ২৪ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এতে অংশ নিয়েছে ৩৮টি প্যাভিলিয়নসহ দেশি-বিদেশি প্রায় সাড়ে চারশ প্রতিষ্ঠান। প্রতিদিনই ক্রেতা দর্শনার্থীর সরব পদচারণা পুরো মেলা প্রাঙ্গন জুড়ে। বিশেষ করে গৃহস্থালি ও প্রসাধনী পণ্য কিনতে স্টলগুলোতে নারীদের ভীড় চোখে পড়ার মতো।
ক্রেতাদের আকৃষ্ট করতে নজরকাড়া প্যাভিলিয়ন ও স্টলগুলোকে বাহারি পণ্যে সাজানো হয়েছে। জমজমাট বিক্রি চলছে তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য, পাটজাত পণ্যসহ বিভিন্ন স্টলে।
দেশি প্রতিষ্ঠানের পাশাপশি মেলায় অংশ নিয়েছে থাইল্যান্ড, ভারত, চীন ও ইরানসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানও। দর্শক সমাগম ভাল থাকায় খুশি আয়োজকরাও।
আগামী ১৬ এপ্রিল শেষ হবে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা।