ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

তনু হত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ১১ এপ্রিল পর্যন্ত সময়: সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রকাশিত : ০২:০১ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:০১ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ১১ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় জোটটির আট সদস্যের প্রতিনিধি দল। বেধে দেয়া সময়ের মধ্যে মামলার অগ্রগতি না হলে সব ধরণের সাংস্কৃতিক কর্মকা- বন্ধ করে দেয়ার হুমকি দেয় জোটটি। স্মারকলিপিতে অবিলম্বে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তনু হত্যায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানানো হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন জোটের নেতা-কর্মীরা। পরে পুলিশি বাধার কারণে আট সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।