মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার মামলা স্থগিত
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ ছাড়া কেন এ মামলা বাতিল করা হবে না তা জানতে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগির হোসেন লিয়ন।
এ বিষয়ে জয়নুল আবেদীন বলেন, ২০১৫ সালের ৬ জানুয়ারি মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। বোমা হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এ মামলা করে পুলিশ। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
জয়নুল আবেদিন আরো বলেন, আমরা শুনানিতে বলেছি, এই মামলায় প্রধান আসামি মির্জা ফখরুল নিজে বোমা মারেননি। তাঁর কাছ থেকে কোনো বোমা উদ্ধার হয়নি। মামলার এফআইআরে এ বিষয় কোনো কিছু বলা হয়নি। আদালত বিষয়টি আমলে নিয়ে স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।
আরকে// এআর