বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ ডলার
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৬০২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪৬৬ ডলার।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান । মন্ত্রিসভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাথাপিছু আয়ের এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সে সময় চলতি ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলারে উন্নীত হবে বলে জানিয়েছিলেন।
আরকে// এআর