এলজি’র বিনিয়োগে আসছে বাংলাদেশে
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার
দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশে খুব শিগগির যৌথভাবে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং-ডু।
এ জন্য কোম্পানিটি প্ল্যান্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজ সোমাবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
আন সিওং-ডু বলেন, বর্তমানে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ খুব ভালো রয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আরও বেশি বেশি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের পর পণ্য উৎপাদন করে কোরিয়ায় রপ্তানি করলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে।
তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কোরিয়ার এখন বহুমুখীকরণের দিকে যাচ্ছে। এক্ষেত্রে আইটি ও অবকাঠামো খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে, গত ২৮ মে মেট্রোসেম গ্রুপ এলজি ইলেকট্রনিক্স যৌথভাবে দেশে মোবাইল ফোন উৎপাদন করার জন্য একটি চুক্তি সই করে।
আরকে//