ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

হার্ভির পর এবার টোব্যাকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

হলিউড প্রযোজক হার্ভির  বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগের পর এবার আরেক পরিচালক জেমস টোব্যাকের নামে উঠেছে এ আলোচনায়।

পরিচালক জেমস টোব্যাকের হাতে যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন হলিউডের একাধিক নারী। অভিযোগে এসব নারীরা বলছেন, হোটেল রুম, সিনেমা হল ও পার্কের মত সামাজিক পরিবেশে তাদের হেনস্থা করেছেন ৭২ বছর বয়সী মার্কিন পরিচালক জেমন টোব্যাক।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম এনবিসি’র ‘নাইটলি নিউজ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্যারি কামিন, স্টার রিনাল্ডি ও টেরি কন টোব্যাকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন। তারা জানায়, টোব্যাকের ভয়ে সে সময় পুলিশকে কোন অভিযোগ জানাতে সাহস পায়নি।

তবে এ ধরণের অভিযোগ উড়িয়ে দিয়ে জেমস টোব্যাক বলেছেন, ওই নারীদের এ ধরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তিনি বলেন, গত ৭২ বছর ধরে আমি ‘ডায়বেটিস ও হার্ট’র অসুখের কারণে সুস্থ নই। মূলকথা হলো যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের বেশিরভাগকেই আমি চিনি না।

১৯৭৪ সালে ‘দ্য গ্যাম্বলার’ ছবির মাধ্যমে তিনি পরিচালনায় আসেন। ‘বাগসি’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের অস্কার মনোনয়ন পেয়েছিলেন টোব্যাক।

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইম।

 

/ আর / এআর