সৈয়দপুরে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার
নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে যায়।এতে বিমানটি জরুরি অবতরণ করেছে। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফ্লাইটটিতে থাকা ৬৬ জন বিমানযাত্রী।
বুধবার সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটটি ৬৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে। ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই সৈয়দপুরের রানওয়েতে চাকার অংশ পড়ে থাকতে দেখেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তাৎক্ষণিকভাবে বিষয়টি কন্ট্রোল টাওয়ারকে জানালে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার সব ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ঝুঁকির মুখে ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে এবং সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এম / এআর