ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ইউটিউব দেখে ৬ বছর বয়সেই পাইলট! (ভিডিও)

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

কিছু বুঝতে শুরু করার সময় থেকেই আকাশে ওড়ার শখ। পাইলট হতে হবে। নিজের এই  শখকেই বাস্তবে রূপ দিয়েই ছাড়ল ৬ বছরের শিশু। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের একদিনের ‘পাইলট’ হলো অ্যাডাম।


তার বিমান চালনানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। ২১ লাখেরও বেশি মানুষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছোট্ট অ্যাডাম ইন্টারনেটে এখন হিরো বনে গিয়েছে। বিমান চালানোর খুঁটিনাটি কী করে শিখল অ্যাডাম? ইউটিউব ভিডিও দেখেই এই শিক্ষা রপ্ত করেছে ছোট্ট শিশুটি, জানিয়েছেন তার মা–বাবা।


অ্যাডামের বিমান চালানোর দক্ষতা দেখে বেশ মুগ্ধ পাইলট সমির আকলেফ। তিনি ককপিটের ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন। ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অ্যাডামকে ইতিমধ্যেই ইতিহাদ বিমান সংস্থা তাদের প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে। তার জন্য তৈরি হবে বিশেষ ইউনিফর্ম।
অ্যাডাম ভবিষ্যতে পাইলট হতে চায় বলে জানান তার মা–বাবাও।

ভিডিওটি দেখতে ক্লিক করুন...


/ এআর /