ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

পুনরায় শরণার্থী কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে পুনরায় শরণার্থী কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শরণার্থীদের প্রবেশে যুক্তরাষ্ট্রের জারিকৃত নিষেধাজ্ঞার মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।  

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের ‘উচ্চ ঝুঁকি’র ১১ দেশের শরণার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এ আদেশের মাধ্যমে দেশটিতে শরণার্থী কর্মসূচি পুনরায় শুরু করতে সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়।

তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও নিরাপত্তায় ঝুঁকি হিসেবে শনাক্তকৃত ১১ দেশের শরণার্থীদের ব্যাপারে ৯০ দিনের পর্যালোচনা বহাল থাকবে।

আদেশে জানানো হয়, সব দেশের শরণার্থীদের জন্য কঠোর পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। তবে কোন দেশগুলোকে এখনও উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ডিএইচএস কর্মকর্তারা।

ডিএইচএ’র ভারপ্রাপ্ত সচিব এলেইন ডিউক জানান, শরণার্থীদের স্বাগত জানানোর জন্য এই স্ক্রিনিং ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অধিক নিরাপত্তা নিশ্চিত হবে।

গত মাসে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ২০১৮ সালে দেশটিতে মাত্র ৪৫ হাজার শরণার্থীকে প্রবেশের অনুমতি দেয়া হবে। গত বছর দেশটিতে ৮৪ হাজারের বেশি শরণার্থী প্রবেশ করে।

 

আর/ডব্লিউএন