ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস ঘোষণা

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

এবছর থেকে প্রতি ১৮ ডিসেম্বর দিনটিকে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে চলতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশের জন্য ছুটি থাকায় ২০১৮ সালের ২ জানুয়ারি দিবসটি পালন করা হবে।

বুধবার (২৫ অক্টোবর) ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান।

বুধবার বিকাল চারটা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব  মিঞার নেতৃত্বে ফুল কোর্ট সভার কার্যক্রম শুরু হয়।

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এ সভায় অংশ নেন।

কেআই/ডব্লিউএন