ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সাংবাদিক উৎপলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হবে : কাদের

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

সাংবাদিক উৎপল দাসের ১৫ দিন ধরে নিখোঁজের ঘটনা সম্পর্কে সরকার অবগত আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে তার সাথে কথা বলবো।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৪১তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক উৎপলের ঘটনা আমি শুনেছি। স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরলেই বিষয়টি নিয়ে কথা হবে।

প্রসঙ্গত, সাংবাদিক উৎপল পূর্বপশ্চিমবিডি.নিউজ নামে একটি অনলাইন পোর্টালের সিনিয়র রিপোর্টার ছিলেন। গত ১০ অক্টোবর তিনি মতিঝিল অফিস থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন।

এ ঘটনায় অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে গত রোববার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই ঘটনায় সোমবার উৎপলের বাবা বাদী হয়ে আরেকটি জিডি করেন মতিঝিল থানায়।

উৎপল ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকায়৷ নিখোঁজের পর থেকেই উৎপলের দুটি ফোন বন্ধ রয়েছে।

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, গত সোমবার উৎপলের মোবাইল নম্বর নকল করে স্পুফিং কল করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, উৎপল তাদের কাছে আছে, এক লাখ টাকা দিলে তাকে মুক্তি দেওয়া হবে।

 

আর/ডব্লিউএন