দ্বিতীয় ওয়ানডে জিতে সমতা ফেরালো ভারত
প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছিল স্বাগতিক ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভিরাট কোহলির দল। ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে ভারত।
গতকাল পুনেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫৮ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারীরা। সেখান থেকে ৬০ রানের জুটি গড়েন হ্যানরি নিকোলস ও আগের ম্যাচের সেরা খেলায়াড় টম লাথাম।
লাথাম ব্যক্তিগত ৩৮ রানে আউট হলে উইকেটে আসেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম । নিকোলস, গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনারের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩০ রান তুলতো সমর্থ হয়। নিকোলস ৪২, গ্র্যান্ডহোম ৪১ ও স্যান্টনার ২৯ রান করেন।
ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট লাভ করে। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও জুভেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন।
২৩১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে রোহিত শর্মা ফিরে গেলেও শিখর ধাওয়ান (৬৮) ও দিনেশ কার্তিকের (৬৪) অর্ধশতকে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষে পৌঁছে যায় ভারত।
ভুবনেশ্বর কুমার ম্যাচসেরা হয়েছেন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর কানপুরে।
সূত্র : ক্রিকইনফো
/ এমআর / এআর