ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হবিগঞ্জে ৪ শিশু খুনের মামলায় ৮ জনকে আসামি করে চার্জশিট

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু খুনের মামলায় ৮ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ। প্রধান আসামি করা হয়েছে আব্দুল আলী বাঘালকে। হবিগঞ্জে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার ৪৮ দিনের মধ্যে পূর্ণাঙ্গ অভিযোগপত্র দাখিল করা হল। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মুকতাদির হোসেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আলমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে, আব্দুল আলী বাঘাল ও তার ছেলে জুয়েল মিয়াসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে আসামী বাচ্চু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় ৮ জনকে আসামী করা হয়। ১২ই ফেব্র“য়ারী বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজ হয়। ১৭ই ফেব্র“য়ারি গ্রামের পাশের একটি বালুর ছড়া থেকে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সিলেটে ডিআইজি মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, আসামীদের মধ্যে ৩ জন পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া এই মামলার স্বাক্ষীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে বলে জানান তিনি। চার্জশিটে হত্যার ঘটনার মুল কারন হিসেবে গ্রাম্য বিরোধকে দায়ী করা হয়েছে।