থ্রি ডি-তে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
সঞ্জয় লীলা বনশালীর বিতর্কিত ও সমালোচিত ছবি ‘পদ্মাবতী’ মুক্তি পাচ্ছে থ্রি ডি-তে। তেলেগু এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।
শুটিং পর্বে পদ্মাবতী টিমকে বহু টানাপোড়েন নিয়ে কাজ করতে হয়েছিল। কখনও ভাঙা হয়েছে ছবির সেট, আবার কখনও আহত হয়েছেন রণবীর কাপুর। রাজস্থানে ছবির শ্যুটিং চলাকালীন কারনি সেনা নামে একটি উগ্র ধর্মীয় সংগঠনের হামলার মুখে পড়েছিল বনশালীর টিম। তার জেরে দেশজুড়ে ছড়ায় বিতর্ক।
কারনি সেনার অভিযোগ, পদ্মাবতী ছবিতে ভুলভাবে চিতোরের রানী পদ্মিনীকে উপস্থাপন করা হয়েছে। ছবির পদ্মাবতী চরিত্র ইতিহাসের রানি পদ্মিনী। ছবিতে পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেম দেখানো হয়েছে। এখানেই মূল আপত্তি কারনি সেনার। রাজস্থানের পাশাপাশি গুজরাটে ছবির পোষ্টার প্রকাশ হতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্থানীয় রক্ষণশীল রাজপুতরা।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/ডব্লিউএন