টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১০:২৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫২ পিএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
নতুন করে অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসানের শুরুটা অন্তত ভালো হলো না। ব্লুমফন্টেইনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
তবে প্রথম ম্যাচেই চমকে দিয়েছে বাংলাদেশ। চার পেসার নিয়ে নামছেন সাকিব। রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
সাকিব থাকায় একাদশে তার পরও বাংলাদেশ পাচ্ছে দুজন বিশেষজ্ঞ স্পিনার। অধিনায়কের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেন করবেন ইমরুল ও সৌম্য।
দক্ষিণ আফ্রিকা দলে অভিষেক হচ্ছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার রবি ফ্রাইলিংকের। একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিউরান হেনড্রিক্স।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা : ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন জেপি দুমিনি। টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়া অধিনায়ক নিয়েছেন ব্যাটিং। টসের সময় সাকিব আল হাসান জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে বাংলাদেশ অধিনায়কের ধারণা, পরেও উইকেটের আচরণ খুব একটা বদলাবে না।
আরকে/ডব্লিউএন