টি-টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কা
প্রকাশিত : ১১:০৮ এএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:২৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার
সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে দিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। সেই ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সরফরাজ বাহিনী। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল মিকি আর্থারের শীষ্যরা।
গতকাল রাতে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে লঙ্কানরা। প্রথম ওভারেই দিলশান মুনাভিরাকে বোল্ড করে দিয়ে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন ইমাদ ওয়াসিম। দলীয় ২৯ রানে গুনাতিলাকাকে ফেরান বাঁহাতি পেসার উসমান খান। পাকিস্তানি বোলারদের বোলিং তোপে ৬৮ রানেই ৭ উইকেট হারায় লঙ্কানরা। সিকুগে প্রসন্নর অপরাজিত ২৩ রানের সুবাধে কোনোমতে একশ পাড় করে থিসারা পেরারার দল। ১০২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। পাকিস্তানের হাসান আলী ৩টি উইকেট লাভ করে। মোহাম্মদ হাফিজ ও উসমান খান নেন দুটি করে উইকেট।
১০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। শোয়েব মালিক ৪২ ও হাফিজ ২৫ রানে অপরাজিত থাকেন। পেসার উসমান খান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সূত্র : ক্রিকইনফো।
এমআর