ভোলায় গ্যাসভিত্তিক একাধিক বিদ্যুৎ কেন্দ্র করা যাবে : তোফায়েল
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার
ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে তা দিয়ে এখানে একাধিক বিদ্যুৎ কেন্দ্রসহ গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে আরও একটি গ্যাসকুপ খনন করব। আশা করছি এখানেও পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। ইতিমধ্যে বড় বড় শিল্প উদ্যোক্তারা এখানে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ‘মাদার অব হিউমিনিটি’ ও ‘প্রাচ্যের নয়া নেত্রী’ হিসেবে আখ্যায়িত হয়েছেন। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করেছে, এ দেশ এখন উন্নয়নের রোল মডেল।
এসময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
আর/ডব্লিউএন