ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ওপেন হার্ট সার্জারি নিরাপদ বিকালে

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

এক গবেষনায় বিজ্ঞানীরা দাবি করেছেন, ওপেন হার্ট সার্জারি বিকেলে করা সবেচেয়ে নিরাপদ। সার্কাডিয়ান রিদম বা দেহঘড়ির কারণে এমনটা হয় বলে জানান গবেষকরা।

ফ্রান্সের একদল বিজ্ঞানীর করা এই গবেষণাটি প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ।

ফ্রান্সের লিলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রথম লেখক অধ্যাপক ডেভিড মন্টেগেই বলেন, জটিলতা কমানোর এটি হচ্ছে আরেকটি উপায় ।

বিশ্লেষণে দেখা যায়, হৃদ্যন্ত্রের ধকল সহ্য করার ক্ষমতা সকালের চেয়ে বিকেলে বেশি থাকে।

গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, হৃদ্‌যন্ত্রের ধকল সহ্য করার ক্ষমতা সকালের চেয়ে বিকেলে বেশি থাকে। গবেষণায় সংশ্লিষ্ট ছিলেন ফ্রান্সের ইনস্টিটিউট পেস্টখ দ্য লিল্লের অধ্যাপক বাখ স্টেয়ালস। তিনি বলেন, মানুষকে আতঙ্কিত করতে এই গবেষণা করেননি তাঁরা। চিকিৎসকদের পক্ষেও হৃদ্‌যন্ত্রের সব অস্ত্রোপচারের সময় বিকেলে নির্ধারণ সম্ভব নয়। তবে যেসব রোগীর ঝুঁকি বেশি, তাঁদের বিকেলে অস্ত্রোপচার করাই সঠিক সিদ্ধান্ত হবে।

সূত্র: দ্যা গার্ডিয়ান

/ এম / এআর