এবার একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না: মওদুদ
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এবার একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না। যেই গণবিস্ফোরণের মাধ্যমে ১৯৯৬ সালে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছিল একইভাবে যদি সমঝোতায় না আসেন তাহলে এই গণবিস্ফোরণের মাধ্যমে আপনাদের বাধ্য করা হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে ব্যারিস্টার মওদুর আহমদ বলেন, নির্বাচনের ৯০ দিন আগে অবশ্যই সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আর এসব করা হলেই জাতীয় নির্বাচন সব দলের কাছে গ্রহণযোগ্য হবে।
/ এআর /