১১ জনকে নিয়োগ দেবে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট তাদের লোকবল বৃদ্ধির লক্ষ্যে ১১ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও পদসংখ্যা :
১) সহকারী শিক্ষক-৩ টি,(ইংরেজী-০১ টি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ-০১টি, চারু ও কারুকলা-০১ টি)।
যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক অথবা স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় প্রার্থীর কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ-৩.৫০ থাকতে হবে। ইংলিশ ভার্সনে ক্লাস পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের প্রার্থীদের জন্য বিপিএড প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
২) প্রদর্শক-পদার্থ ও রসায়ন-২ টি।
যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সমমান থাকতে হবে। সকল পরীক্ষায় প্রার্থীর কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ-৩.৫০ থাকতে হবে।
৩) আইটি সহকারী- ১ জন।
যোগ্যতা
এইচএসসি/সমমান। আইটি কাজে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৪) ড্রাইভার- ১ জন।
যোগ্যতা
৮ম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালাতে দক্ষ ও লাইসেন্সধারী হতে হবে।
৫) নিরাপত্তা কর্মী-৪ জন।
যোগ্যতা
৮ম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে।
বয়স
অনূর্ধ্ব ৩০ বছর। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ মোতাবেক বেতন ও ভাতা দেয়া হবে। চাকরি স্থায়ী সাপেক্ষে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা দেয়া হবে। এছাড়া উৎসব ভাতাও দেয়া হবে।
আবেদনের নিয়ম
আবেদনকারীকে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদপত্র, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং চারিত্রিক সনদ এবং নিজ ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদসহ আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট উল্লেখ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা প্রথম ০১ ও ০২ পদের জন্য ৫০০ টাকা এবং ০৩, ০৪ এবং ০৫ তম পদের জন্য প্রার্থীরা ৩০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট্ (অফেরতযোগ্য), সভাপতি, পরিচালনা পরিষদ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা সেনানিবাসের অনুকূলে ঢাকা মহানগরীর যে কোনো ব্যাংকে জমা দিতে পরবেন।
পরীক্ষা
আগামী ২৪ নভেম্বর, ২০১৭ তারিখ (শুক্রবার) সকাল ৯টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না।
আবেদনের শেষ সময়
১৬ নভেম্বর, ২০১৭ তারিখের মধ্যে ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
এম/ডব্লিউএন