ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রোহিঙ্গাদের হামলায় নিহত ১, আহত ৪

শহিদুল ইসলাম, উখিয়া থেকে :

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ১০:৪৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

কক্সবাজারের রামুর খুনিয়া পালং এলাকায় স্থানীয় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে এক রোহিঙ্গা যুবক। অপরদিকে, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানীয়দের উপর হামলা চালিয়েছে কয়েকজন রোহিঙ্গা। তাদের হামলায় ৪ জন নলকুপ মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে রোহিঙ্গা যুবক হাফেজ মোস্তফা ওরফে জিয়াবুল বাংলাদেশি যুবক আব্দুল জব্বারকে (২৫) কুপিয়ে হত্যা করে। জিয়াবুলকে আটক করেছে রামু থানা পুলিশ। নিহত আবদুল জব্বার রামুর খুনিয়াপালংয়ের কালুয়ারখালীর হেডম্যান বশির আহম্মদের ছেলে।

অন্য এক ঘটনায় বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্পের পাশে রোহিঙ্গাদের হামলায় ৪ বাংলাদেশি যুবক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫জন। গত শুক্রবার রাত ১২ টায় বালুখালী রোহিঙ্গা  শিবিরের খেলার মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ৪জন স্থানীয় নলকুপ মিস্ত্রিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে এখান পর্যন্ত ৫জন স্থানীয় গ্রামবাসী নিখোঁজ রয়েছে।

ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, শুক্রবার গভীর রাতে খুনিয়া পালংয়ের ২নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সামাজিক বনায়নের গাছ পাহারা দেয়ার সময় আবদুল জব্বারকে রোহিঙ্গা হাফেজ মোস্তফা গলাকেটে ও কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে সে মারা যায়।

রামু থানার ওসি একেএম লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক রোহিঙ্গা হাফেজ মোস্তফাকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

এসআই/ডব্লিউএন