নিওম : মরুর বুকে স্বপ্নের শহর
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১২:৫০ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার
২৫ হাজার বর্গকিলোমিটারের একটি শহর, গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী, সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত, ট্রাফিক মুক্ত, পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত। এর নাম হবে নিওম। অবস্থান মরুময় সৌদিতে। নিওম হবে ভবিষ্যৎ পৃথিবীর `স্বপ্নদ্রষ্টা`দের শহর।
`নিওম` নামের শহরটি কীভাবে গড়ে উঠবে, গোটা বিশ্বকে সে সম্পর্কে একটা ধারণা দিতে কিছু প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। আর ইউটিউবে ঝড় তুলে দিয়েছে নিওমের সেসব ভিডিও। নিওম শহরে উত্তর-আধুনিক পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন মুহাম্মদ বিন সালমান। প্রমোশনাল ভিডিওতে সৌদি আরবের প্রতিশ্রুতি, `নো রেস্ট্রিকশন, নো ডিভিশন, নো এক্সকিউজেস; এন্ডলেস পটেনশিয়ালস।`
অর্থাৎ, কোনো বিধিনিষেধ নয়, কোনো বিভাজন নয়, কোনো অজুহাতও নয়; শুধু নিযুত সম্ভাবনার শহর হতে চলেছে নিওম। ভিডিওতে দেখা যাচ্ছে, হিজাবহীন নারীদের ছোট পোশাক পরে শরীরচর্চা করতে। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাদের।
আজকের পৃথিবী সৌদি আরবকে চূড়ান্ত রক্ষণশীল দেশ হিসেবেই চেনে। তেমন এক দেশে নিওমের মতো উত্তর-আধুনিক শহর গড়তে চান যুবরাজ সালমান। যেখানে কোনো বিধিনিষেধ বা বিভাজন থাকবে না বলে রিয়াদ আশ্বাস দিচ্ছে।
সম্প্রতি সারা বিশ্বের শিল্পপতিদের ডেকে যুবরাজ সালমান জানিয়েছেন, তেলনির্ভরতা থেকে ক্রমশ অপ্রচলিত শক্তির দিকে সরতে চাইছে সৌদি আরব। সৌদি অর্থনীতি পেট্রোলিয়াম নির্ভরশীলতাও কিছুটা কমাতে চায়। সব মিলিয়েই নিওম সুপারসিটির ভাবনা। গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী হিসেবে নিওমকে গড়ে তুলতে চাইছে দেশটি। ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ ধরা হয়েছে।
সরকারি বিনিয়োগ থাকবে। বেসরকারি তথা আন্তর্জাতিক বিনিয়োগও চাওয়া হচ্ছে। সেই কারণেই বিধিনিষেধ মুক্ত উত্তর আধুনিক এক সমাজের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সালমানের ভাষ্য, এই শহরটা প্রথাগত মানুষ বা প্রথাগত সংস্থাগুলির জন্য নয়। মানবসভ্যতাকে পরবর্তী ধাপে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন যাঁরা, তাঁদের জন্যই নিওম-কে গড়ে তুলতে চলেছে সৌদি আরব, জানিয়েছেন যুবরাজ।
সূত্র : আল জাজিরা।
নিযুত সম্ভাবনার শহরটি কেমন হবে সেটি দেখতে ভিডিওতে ক্লিক করুণ-
/ এআর /