ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

টাইগারদের শেষ সুযোগ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০১:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

পচেফট্রমের সেনওয়েজ পার্কে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজকের এ ম্যাচের মধ্যদিয়েই শেষ হতে যাচ্ছে ব্যর্থতা- ভরা দক্ষিণ আফ্রিকা সফর। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। বিটিভি, মাছরাঙা ও গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডের প্রস্তুতি ম্যাচেও হেরেছে টাইগাররা। পুরো সফরে জয়ের মুখ দেখেনি সাকিব-মুশফিকরা। বিধ্বস্ত বাংলাদেশের সামনে তাই আজকেই শেষ সুযোগ। শেষ ম্যাচটি জিতে অন্তত সিরিজটা ভালোভাবে শেষ করুক এমনটাই প্রত্যাশা বাংলাদেশ সমর্থকদের।

অধিনায়কের দৃষ্টিও জয়ের দিকেই। আত্মবিশ্বাসী কণ্ঠে সাকিব আল হাসান বললেন, ‘জয়ই আমাদের চাওয়া। প্রথম ম্যাচে সুযোগ ছিল আমাদের হাতে। ব্যাটিংয়ে সুযোগ ছিল, এমনকি বোলিংয়ের সময় ওরা যেভাবে শুরু করেছে, তারপরও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। শেষ দিকে ওটা আমরা ধরে রাখতে পারিনি।‘

বাংলাদেশকে অবশ্য বিন্দুমাত্র ছাড় দিবেনা প্রোটিয়ারা। বাংলাদেশকে খালি হাতে ফেরাতে চান বলে জানিয়েছে মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসা ফারহান বিহারডিয়েন। তিনি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলি। আমরা ক্লিন সুইপ চাই এবং দেশে ফেরার বিমান ধরার আগে বাংলাদেশকে জয়ের সুবাসটাও পেতে দিতে চাই না। ভারত সফরের আগে এই সিরিজটা বেশ কাজে দিল।’

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন/সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ/ শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

 

সূত্র : ক্রিকইনফো, ক্রিকেট সাউথ আফ্রিকা,

এমআর