ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

পেটে বাচ্চা রেখেই সিজার সমাপ্তির ঘটনায় ৩ জনকে হাইকোর্টে তলব

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

কুমিল্লায় টিউমার ভেবে প্রসূতির পেটে সন্তান রেখেই সিজারিয়ান অস্ত্রোপচার সমাপ্ত করার ঘটনায় তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ নভেম্বর তাদের হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

আজ রোববার এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে কুমিল্লার সিভিল সার্জন, অভিযুক্ত হাসপাতাল লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এবং ডা. হোসনে আরা বেগমকে তলব করা হয়েছে।

 

/ এমআর / এআর