ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখবে ইরান : রুহানি

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, প্রতিরক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যহত রাখবে তেহরান। এটাকে পারমানবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রোগ্রাম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলেও মনে করছেন না তিনি।রোববার সংসদে দেয়া ভাষণে রুহানি বলেন, আমরা ক্ষেপনাস্ত্র তৈরি করেছি, করতাম ও ভবিষ্যতেও করবো। আমরা জাতিসংঘের রেজল্যুশন ২২৩১ এর বিরুদ্ধে নই।

ইরানের পারমাণবিক গবেষণা নিয়ে ওয়াশিংটনের "উন্মাদনা" নিয়ে আলোচনার আহ্বান জানান ৬৮ বছর বয়সী রুহানি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি প্রত্যাখ্যান করার কথা বলায় রুহানি এমন মন্তব্য করেন।

ওবামা প্রসাশনের সঙ্গে করা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের রেজুলেশন ২২৩১ এর অধীনে যে চুক্তিটি হয়েছিলো বারবার সেটির সমালোচনা করে আসছে ট্রাম্প। এবং এই চুক্তিটিকে "সবচেয়ে জঘন্য" ও "বিব্রতকর’’ চুক্তি হিসাবে আখ্যায়িক করেছেন ট্রাম্প।

এ চুক্তির অধীনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিপরীতে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিলো তেহরান।  সূত্র : আল জাজিরা / এমআর / এআর