ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চট্টগ্রামে নাসিম হত্যা ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩ ছাত্র বরখাস্ত

প্রকাশিত : ০১:০২ পিএম, ৬ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০১:১৮ পিএম, ৬ এপ্রিল ২০১৬ বুধবার

চট্টগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেলকে হত্যা ও বিভিন্ন সহিংস ঘটনার সাথে জাড়িত থাকার অভিযোগে ১৬ ছাত্রকে আজীবন ও সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোহেল হত্যাকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৯মার্চ বিশ্ববিদ্যালয়ের দামপাাড়া ক্যাম্পাসে বিদায় সংবর্ধনায় অতিথি করাকে কেন্দ্র করে উপর্যপুরি ছুরিকাঘাত করে সোহেলকে হত্যা করা হয়।