ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নরসিংদীতে সড়কে প্রাণ ৯ জনের

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০১:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন এবং শিবপুর উপজেলায় নিহত হয়েছেন আরও তিনজন। দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। আজ সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে। এতে নিহত ছয়জনের সবাই মাইক্রোবাসের যাত্রী।


নিহতদের মধ্যে দুজন হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাবুল হোসেন (৩২) ও রেজাউল করিম (৩৮)। হতাহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাড়ারচর এলাকার মদিনা জুট মিলের সামনে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আরো তিনজন নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও আটজন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি কান্দাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এসময় আহত হন আরও পাঁচজন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইলিয়াস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ মাধবদী থানায় রাখা হয়েছে।

এদিকে, শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাড়ারচর এলাকার মদিনা জুট মিলের সামনে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আরো তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো আটজন।

/ আর / এআর