ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

রোহিঙ্গা সংকট

বাংলাদেশ-মিয়ানমারে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট

প্রকাশিত : ১১:১২ এএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার বাংলাদেশে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রতিনিধি দল ২৯ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মিয়ানমার বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী প্রতিমন্ত্রী ‍সিমন হেনশ। প্রতিনিধি দলে আরও থাকছেন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি টম ভাজদা এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর অফিস ডাইরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।

সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারের রাখাইনে যে মানবিক সংকট ও মানবাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তা মোকাবেলা এবং বাস্তুচ্যুতদের মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমারের সেনাপ্রধানকে ফোন করে রাখাইনে সহিংসতা বন্ধের পাশাপাশি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সহযোগিতা চাওয়ার পরই এই প্রতিনিধি দলের সফর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, চলমান এই সংকট মোকাবেলা এবং এর স্থায়ী সমাধানের উপায় খুঁজতে প্রতিনিধিদলের এই সফর। মিয়ানমারে তারা কূটনীতিক সম্প্রদায়, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, জাতিসংঘ, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশেরও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দাতা ও ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন। রোহিঙ্গাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে কক্সবাজার সফর করবেন তারা।

 

/ আর / এআর