চীনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়ার ব্যস্ত সময়
প্রকাশিত : ১১:৩০ এএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ১২:৩২ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে সমান তালে তাল মেলাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। ব্যস্ততা দেখে বোঝাই যাচ্ছে দম ফেলার ফুসরত পাচ্ছেন না তিনি। এ বছর ৬৭তম মিস ওয়ার্ল্ডের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া।
বর্তমানে চীনে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিদিনই নানা ইভেন্টের আয়োজন চলছে। আজ পার্টি ডিনার তো কাল চীনের উল্লেখযোগ্য স্থান ঘুরে দেখার প্রস্তুতি। সম্প্রতি তারা ওয়েন্সলি সিল্ক কালচারাল মিউজিয়াম ঘুরে দেখেন।
বিভিন্ন দলে ভাগ হয়ে বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীরা এসব সফর করছেন। এর আগে একটি নিলাম অনুষ্ঠানে অংশ নেন সবাই। শেনজেনে আয়োজিত নারী উদ্যেক্তাদের ফোরামে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন জেসিয়াও। তবে পুরো বিষয়টাই উপভোগ করছেন জেসিয়া। নিয়মিত সামাজিক যোগাযোগের সাইটে ছবি পোস্ট করছেন, প্রতিযোগিতার বিষয়ে আপডেট জানাচ্ছেন ভক্তদের।
এসএ / এআর