বিএনপি’র সাবেক এমপি ওহাবের ৮ বছর কারাদণ্ড
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৩:০৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার
বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম আবদুল ওহাবকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো নয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলার রায়ে আবদুল ওহাবের জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আবদুল ওহাবের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের পর যশোর আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
মামলার চার্জশিটে বলা হয়েছে, মো. আবদুল ওহাব তার সম্পদ বিবরণীতে ৮৩ লাখ ১২ হাজার ৩২৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা যাচাই করে ১ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৭৭৬ টাকার সম্পদ পেয়েছেন।
আবদুল ওহাব নিজে, তার ছেলে, মেয়ে ও স্ত্রীর নামে অসাধু উপায়ে ক্রয়সূত্রে অর্জিত ৯০ লাখ ৫১ হাজার ৪৫২ টাকা ৭০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উদ্দেশ্যেমূলকভাবে গোপন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অপরদিকে তার বিরুদ্ধে নিজের নামে, মায়ের নামে, তার স্ত্রী, ছেলে ও মেয়ের নামে এবং বেনামে ক্রয়সূত্রে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সর্বমোট ৯৩ লাখ ৩৬৯ টাকা ৩২ পয়সা টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া যায়। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে, এ রায়কে অবৈধ দাবি করে ঝিনাইদহের শৈলকূপায় আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলাব্যাপী আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
/ এমআর / এআর