ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আট কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছেটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্ল্যা এলাকায় ব্রিজের কিছু অংশ ভেঙে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কের পাকুল্ল্যা এলাকার ব্রিজটি ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। আজ সোমবার সকালের দিকে ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙে পড়লে ঝুঁকি নিয়ে একপাশ দিয়ে যান চলাচল করতে থাকে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। যা একপর্যায়ে মহাসড়কের নাটিয়াপাড়া থেকে কুর্ণী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে নারী-শিশু যাত্রীদের চরম দুর্ভোগ পড়তে হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানিয়েছেন, বেলা এগারোটার দিকে ব্রিজটির সংস্কারের কাজ শুরু হয়। এক পাশ দিয়ে থেমে থেমে যান চলাচল করলেও কিছুটা জট রয়েছে। মহাসড়কের উভয় পাশে পুলিশ কাজ করছে, আশা করছি কম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

 

/ আর / এআর