ইউল্যাবে বিশিষ্টজনদের প্যানেল আলোচনা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর জেনারেল এডুকেশন বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধানমন্ডির ইউল্যাব অডিটোরিয়ামে “কনটেম্পোরারি আর্ট সিন ইন বাংলাদেশ” শিরোনামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ প্যানেল আলোচনায় অংশ নেন সামদানি আর্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি নাদিয়া সামদানি, ঢাকা আর্ট সামিট এর চীফ কিউরেটর ডায়না ক্যাম্পবেল বেটানকোর্ট, দ্য আর্ট ম্যাগাজিন ডিপার্ট এর সম্পাদক মোস্তফা জামান, বেঙ্গল ফাউন্ডেশনের চীফ কিউরেটর তানজিম ওয়াহাব, বিশিষ্ট শিল্পী নাজিয়া আন্দালিব প্রেমা ও বিখ্যাত কথা সাহিত্যিক ও ইউল্যাবের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক এই প্যানেল আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজ এর স্পেশাল এ্যাডভাইজার প্রফেসর ইমরান রহমান।
ইউল্যাব এর জেনারেল এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইব্রাহীম এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শেষ হয়। এ আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
আরকে/ডব্লিউএন