ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এটি প্রকাশ করে

প্রকাশিত ফলাফল অনুযায়ি চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাসের হার শতকার ২৬ দশমিক শূন্য ২ শতাংশ।   

প্রসঙ্গত, এর আগে গত ২৫ আগস্ট এনটিআরসিএ এই প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করেছিল। পরীক্ষার ফলাফল জানা যাবে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

এবার স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন এক লাখ ৪ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী। আর কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয় এক লাখ ৫ হাজার ১৮১ জন। উভয় পরীক্ষায় মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেন ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন। 

স্কুল পর্যায়ে পাসের হার ২০ দশমিক ৮১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ। দুই পরীক্ষায় গড় পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য ২ শতাংশ।

গত ২৫ আগস্ট এনটিআরসিএ এই প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করেছিল।

 

আর