পিরোজপুরে পুলিশ পরিচয়ে মাদ্রাসা ছাত্রকে অপহরনের ৪ ঘন্টা পর বাগেরহাটে উদ্ধার
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৬ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ৬ এপ্রিল ২০১৬ বুধবার
পিরোজপুরের জিয়ানগরে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা ছাত্রকে অপহরনের ৪ ঘন্টা পর বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে উদ্ধার করেছে পিরোজপুর পুলিশ।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। জিয়ানগর উপজেলার বালিপাড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন কে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে অপহরনকারীরা জিয়ানগর থানার ওসির কথা বলে ধরে নিয়ে যায়। পরে, কাইয়ূম ও মহিম নামের দুই অপহরনকারী মামুন কে আটকে রেখে তার পরিবারের কাছে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ৮ হাজার টাকা বিকাশের মাধ্যেমে পাঠানোর পর পুলিশ মোবাইল ট্রাকিংএর মাধ্যেমে অপহরনকারী মহিমকে আটক করে। মাহিমের স্বীকারোক্তি অনুযায়ী মোড়েলগঞ্জের বৌলপুর থেকে পুলিশ মামুনকে উদ্ধার করে। পলাতক আছে অপর অপহরণকারী কাইয়ুম।