মেডিকেল ভর্তি : খাতা পুনঃনিরীক্ষণে ৯৬২ শিক্ষার্থীর আবেদন
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য ৯৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে। গত ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এসব ভর্তিচ্ছু শিক্ষার্থী অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে এ আবেদন করেন।
অধিদফতর সূত্র জানায়, শীক্ষার্থীরা টেলিটকে ক্ষুদে বার্তায় অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে এ আবেদন করেন। আগামী ১০ নভেম্বরের পর যেকোনো দিন ভর্তি পরীক্ষা কমিটি আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করবেন।
এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য গত ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয়া হয়। এ সময়ের মধ্যে মোট ৯৬২ জন শিক্ষার্থীর আবেদন করেন। আবেদনকারীরা জানায়, পরীক্ষার খাতা নিরীক্ষণে ভুল হয়েছে।
উল্লেখ্য, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ৮০ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে ৪১ হাজার ১৩২ জন পাস করেছেন।
/ আর / এআর