বিমান নিয়ে ’নাশকতার পরিকল্পনাকারী’ পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ফার্স্ট অফিসার সাব্বির এমামকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
জেএমবি সদস্য আবদুল্লাহ যে বাড়িতে কবুতরের খামার আর জঙ্গি আস্তানা গড়ে তুলেছিলেন সাব্বির সেই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের ছেলে।
বুধবার সাব্বিরের সঙ্গে তার মা সুলতানা পারভিন (৫৫),সাব্বিরের মামতো ভাই আফিফুর রহমান আসিফ (২৫) এবং ওই এলাকার চা দোকানদার মো. আলমকে (৩০) রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
সাব্বির, সুলতানা পারভিন, আসিফুর ও আলমের বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। আজ বুধবার আদালতে তাদেরকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৪ এর এসআই আমিরুল ইসলাম।
শুনানি শেষে সাব্বিরকে সাত দিন, তার মা সুলতানা পারভীনকে পাঁচ দিন এবং আসিফ ও আলমকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন মহানগর হাকিম আহসান হাবিব।
সাব্বির বিমানের ফার্স্ট অফিসার হলেও তিনি সেপ্টেম্বর মাসে দারুস সালাম এলাকায় র্যাবের অভিযানের সময় নিহত জঙ্গি আবদুল্লাহর ‘সহযোগী’ বলে র্যাবের দাবি। বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত করার পরিকল্পনা ছিল তার।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল সংবাদ সম্মেলনে জানান, সাব্বির ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিজেন্ট এয়ারওয়েজে চাকরি করেন। ওই বছরই তিনি বিমানের পাইলটের চাকরি নেন। বিমানের ফার্স্ট অফিসার হিসেবে সাব্বির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালাতেন। গত ৩০ অক্টোবর তিনি ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করেন। তবে জঙ্গি আবদুল্লাহর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। নিহত জঙ্গি সারোয়ার জাহানের কাছ থেকে সাব্বির বায়াত গ্রহণ করেন। গুলশানে হলি আর্টিজানে হামলার আগে ও পরে নাশকতার পরিকল্পনা ছিল তার। এরই অংশ হিসেবে সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাতের পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ছাড়া বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও তার ছিল।
এমআর/ডব্লিউএন