ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

প্রথম দিনেই অর্ধলাখেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ পরীক্ষার্থী।

এ বছর জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ২৯ হাজার ২৪১ জন। বহিষ্কার করা হয়েছে ১৬ পরীক্ষার্থীকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এবার ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৫১ হাজার ৫৯৬ শিক্ষার্থী। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে বহিষ্কার করা হয়েছে চার শিক্ষার্থীকে।

রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪০ হাজার ৫৭৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। অনুপস্থিত ৪ হাজার ৮১২ জন। এই বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি।

কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫০ হাজার ৮৯৬ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৪৬ হাজার ২২৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬৭০ জন। বহিষ্কার করা হয়েছে একজন শিক্ষার্থীকে।

যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৬ হাজার ৫১৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ১১ হাজার ৪৮৭ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ৩০ জন শিক্ষার্থী। বহিষ্কার করা হয়েছে ২ জনকে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ৬৯৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৯৪ জন। আর অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৩ জন। বহিষ্কৃত হয়নি কোনো পরীক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩২ হাজার ১৭০ জন। আর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৯ হাজার ৭১৮ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৪৫২ জন। কাউকে বহিষ্কার করা হয়নি।

বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ২৫৭ জন। আর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৮১ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩৭৬ জন। বহিষ্কার নেই।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ২১ হাজার ৭২ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ২৫৭ জন। বহিষ্কার হয়নি কোনো পরীক্ষার্থী।

আর মাদরাসায় জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭ হাজার ২১৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৭০২ জন। এই পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৫১৫ জন। বহিষ্কার করা হয়েছে ৯ শিক্ষার্থীকে।

 

বুধবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর শেষ হবে পরীক্ষা।

এবারও বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হবে। এবছর থেকে নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

কেআই/ডব্লিউএন