প্রধানমন্ত্রী সাজলেন হ্যালোইনের সাজ!
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
খ্রিস্ট ধর্মাবলম্বীরা মহা ধুমধামের সঙ্গে পালন করে থাকেন হ্যালোইন উৎসব। প্রতি বছর ৩১ অক্টোবর পশ্চিমা দেশে এ উৎসবটি পালন করা হয়। ছেলে-বুড়ো সবাই এই উৎসবে উংশগ্রহণ করে থাকন। তবে এবার এ দিনটিকে স্বরণীয় করে রেখেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্যদের মত এ দিবসটি পালন করেছেন তাঁর পরিবারের সাথে। এছাড়াও তিনি সেজেছেন হ্যালোইনের সাজে।
অফিসের সহকর্মীদের সঙ্গে হ্যালোইন পালন করে দিন শুরু করেন ট্রুডো। তিনি সেজেছিলেন ডিজনি কমিকসের সুপার হিরো সুপারম্যান চরিত্রের ক্লার্ক কেইন্টের সাজে। ক্লার্ক কেইন্টের মতো নীল রঙের স্যুটের সঙ্গে পরেছিলেন চশমাও।
সূত্র: এনডিটিবি
এম/ডব্লিউএন