ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

রাখাইনবাসীকে সংঘাতে না জড়ানোর পরামর্শ দিলেন সু চি

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা-সমালোচনার মুখে বৃহস্পতিবার প্রথমবারের মতো সংঘাতপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন মিয়ানমারের ডি ফেক্টো নেত্রী অং সান সু চি। সফরে রাখাইনবাসীকে সংঘাতে না জড়ানোর আহ্বান জানান তিনি।

২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলার জেরে দেশটির সেনাবাহিনীর তাণ্ডবে ছয় লাখের বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

সু চির সাথে রাখাইন সফরে যাওয়া আরাকান প্রজেক্ট মনিটরিং গ্রুপের নেতা ক্রিস লিওয়া বলেন, সফরে মুসলিম নেতাদের সাথে সাক্ষাৎ করেন সু চি।

লিওয়া আরো বলেন, সু চি সেখানকার মানুষদের তিনটি কথা বলেছেন। তারা শান্তিতে বসবাস করতে পারেন, সরকার তাদের সাহায্য করবে এবং পরস্পর ঝগড়া না করতে বলেছেন।

সূত্র : রয়টার্স

এমআর/ডব্লিউএন