৪ হাজার কোটি টাকার রিটেইল অ্যাসেট পোর্টফোলিও ব্র্যাক ব্যাংকের
প্রকাশিত : ১০:৫০ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
ব্র্যাক ব্যাংক লিমিটেড রিটেইল ব্যাংকিংয়ে চার হাজার কোটি টাকার অ্যাসেট পোর্টফোলিওর নতুন মাইলফলক অর্জন করছে। অ্যাসেট পোর্টফোলিওর দিক থেকে ব্র্যাক ব্যাংক এখন দেশের সবচেয়ে বড় রিটেইল ব্যাংক।
গত দুই বছরে ব্যাংকটি হোম লোন, কার লোন, ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, যা সবচেয়ে বড় রিটেইল পোর্টফোলিও অর্জনে বিশেষ অবদান রেখেছে।
এই অর্জন ব্র্যাক ব্যাংকের জন্য ‘বাংলাদেশের সেরা ব্যাংক’ হওয়ার পথে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। প্রযুক্তি ও মানবসম্পদে বিনিয়োগ এবং পদ্ধতিগত উন্নয়ন ফলে ব্যাংকের উৎপাদনশীলতা ও কর্মক্ষতা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা এই সাফল্যের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে।
ঢাকায় তেজগাঁওস্থ ব্যাংকের হেড অফিসে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এ. কে. জোয়াদ্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, মানবসম্পদ বিভাগের প্রধান বিলকিস জাহান, রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ, কর্পোরেট ব্রাঞ্চের প্রধান শেখ মো. আশফাক, সেলস টিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
আরকে/ডব্লিউএন