ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাবি শিক্ষকদের হাতাহাতি, আহত ১

প্রকাশিত : ১০:২৬ এএম, ৩ নভেম্বর ২০১৭ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক শিক্ষকদের (নীল দল) সভায় সহকর্মীদের আঘাতে এক শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকের নাম আ খ ম জামাল উদ্দিন। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সমর্থক। সভায় উপস্থিত একাধিক শিক্ষক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে টিএসসির ক্যাফেটেরিয়ায় ওই সভায় সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সমর্থক ও তাঁর বিরোধী পক্ষের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে।

টিএসসি ক্যাফেটেরিয়ায় ওই ঘটনার পর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিনকে আহত অবস্থায় উপাচার্যের বাসভবনে নিয়ে আসেন কয়েকজন শিক্ষক। সেখানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে চিকিৎসক এনে জামাল উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে উপাচার্যের বাসা থেকে নিজের বাসায় যান তিনি।

আহত শিক্ষক শিক্ষক ও সিনেট সদস্য আ ক ম জামাল উদ্দিন বলেন, প্রক্টর এ কে এম গোলাম রব্বানীসহ আরও দুই শিক্ষক এই হামলা করেছেন। আঘাতে তাঁর নাক দিয়ে রক্ত ঝরেছে।

 

আর