বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো অস্ট্রেলিয়া
প্রকাশিত : ১১:২৯ এএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১১:২৯ এএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার
বাংলাদেশে বড় ধরণের সন্ত্রাসী হামলার হুমকি দেখছে উল্লেখ করে এ দেশে ভ্রমণে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় (ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। শুক্রবার ডিএফএটি তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করে।
ডিএফএটির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের কাছে নির্ভরযোগ্য এমন তথ্য রয়েছে যা নির্দেশ করে যে, বাংলাদেশে পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে জঙ্গিরা হামলার পরিকল্পনা করতে পারে।
এছাড়া বাংলাদেশ সফরে ইচ্ছুক অস্ট্রেলিয়ার নাগরিকদের সফরের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে সতর্কবার্তায় তাদের সুদৃঢ় নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করতে বলা হয়েছে।
গত বছরের জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে বিদেশিদের জিম্মি করা এবং ওই ঘটনায় দুই পুলিশ সদস্য ও ২০ জিম্মির নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ করে বলা হয়েছে সতর্কবার্তায়।
এছাড়া গত মার্চে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
সূত্র : ডিএফএটি
/ এমআর / এআর