ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

দখল আর দুষণে হুমকির মুখে কর্ণফুলী নদী

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৮ এএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

দখল আর দুষণে হুমকির মধ্যে পড়েছে দেশের অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত কর্ণফুলী নদী। অবৈধ দখলদারের তালিকায় আছে সরকারি-বেসরকারি আড়াই হাজার প্রতিষ্ঠান। নদী বিশেষজ্ঞরা বলছেন, দখল আর দুষনের বিরদ্ধে এখনই ব্যবস্থা না নিলে মরে যাবে কর্ণফুলী। দেশের আমদানী-রফতানীর প্রায় ৮০ শতাংশই পরিচালিত হয় কর্ণফুলী নদী দিয়ে। মাত্র দু’ দশক আগেও ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় নদীর প্রস্থ ছিল ৮৭০মিটার। বর্তমানে তা এসে দাড়িয়েছে ৬০০মিটারে। বেদখল হয়ে পড়েছে কর্ণফুলীর দুু’পাশে বিস্তির্ণ এলাকা। গড়ে তোলা হয়েছে সরকারি-বেসরকারি শিল্প-কলকারখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান। ছোট থেকে ছোট হয়ে পড়ছে কর্ণফুলীর নদীর অবস্থান। শিল্প-কল কারখানার বিষাক্ত বর্জ্য, নগরবাসীর ফেলে দেয়া উচ্ছিষ্ট আর অবৈধ দখলের কারণে কর্ণফুলী মৃত নদীতে পরিনত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় কর্ণফুলী রক্ষার এখনই পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। এদিকে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের তালিকা তৈরীর কথা জানিয়েছে জেলা প্রশাসন। আদালতের নির্দেশনা পেলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কর্মকর্তারা। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে কর্ণফুলীকে রক্ষায় সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশা চট্টগ্রামবাসীর।