নতুন ২০ পৃথিবীর খোঁজ পেল নাসা
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ পৃথিবীর মত এরকম ২০ গ্রহের সন্ধান পেয়েছে। সৌরমণ্ডলের বাইরে প্রাণ খুঁজতে গিয়ে এ গ্রহগুলোর সন্ধান পেল ‘কেপলার’ মহাকাশ যান।
মহাকাশে সম্ভাব্য কোন জায়গায় প্রাণ আছে কিনা তা খুঁজতে পাড়ি জমিয়েছিল ‘কেপলার’মহাকাশযান। এ গ্রহগুলো বলা হয় ‘ভিন গ্রহ’ (এক্সো-প্ল্যানেটস)।
নাসা জানান , এই ভিনগ্রহগুলোর সঙ্গে পৃথিবীর সাদৃশ্য রয়েছে। পৃথিবীর পাথরের মতো ওই গ্রহগুলোতে পাথর রয়েছে। এজন্য এদের বলা হচ্ছে, ‘রকি প্ল্যানেট’। আবহাওয়াতেও কিছু সাদৃশ্য রয়েছে।
মহাকাশ বিজ্ঞানীরা জানান, সম্প্রতিক কেপলার মিশন ২১৯ টি গ্রহের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে অন্তত ২০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। ]
এ নিয়ে বিগত কয়েক বছরে মোট চার হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)। যাদের মধ্যে দুই হাজার ৩৩৫টি গ্রহ সম্বন্ধে জানা সম্ভব হয়েছে।
নাসার বিজ্ঞানীদের মতে, পৃথিবীর সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘কেওআই-৭৯২৩.০১’ নামক গ্রহটির। এ গ্রহটি পৃথিবীর ব্যাসের চেয়ে ৯৭ শতাংশ বেশি। এখানে ৩৯৫ দিনে বছর হয় । এ গ্রহটিকে পৃথিবীর চেয়ে ঠান্ডা বলে মনে করছে বিজ্ঞানীরা।
/ এম / এআর