ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

তেলের দাম কমানোর পর ভাড়া পুণঃনির্ধারণ করা হবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৮ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

তেলের দাম কমানোর প্রজ্ঞাপন জারির পর যানবাহনের ভাড়া পুণঃনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ’র সভাকক্ষে সভায় তিনি আরো জানান, প্রতি লিটারে তেলের দাম এক টাকা কমলে, নিয়মানুযায়ী প্রতি কিলোমিটারে পরিবহন ভাড়া কমবে এক পয়সা হারে। সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে, রং সাইড দিয়ে গাড়ি চালানো রোধে আরো কঠোর হবারও নির্দেশ দেন মন্ত্রী। একইসাথে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।